menu-iconlogo
logo

Amar Mon Porano Chhai

logo
เนื้อเพลง
আমার মনপোড়ানো ছাই দিয়ে বানাইলি কাজল

তোর ছলের স্মৃতির ঝড়ে মোরে বানাইলো পাগল

পাখি প্রাণের চইলা অন্যের সাজাইলি বাসর

আমার লাভ লাগে না, প্রেমের তুই ঘুরাই দে আসল

জ্বলন মনের করলো নষ্ট জীবন

হইলো না কেউ আমার আপন

জ্বলন করলো নষ্ট জীবন

কেউ হইলো না রে আমার আপন

জীবন হইলো কাফন দাফন

ভাঙলো রে আমার মন

না রে, না, বন্ধু, আর প্রেম করবো না

না রে, না, মনে তোর ছবি আঁকবো না

জানতাম যদি মানুষ এমন, বিশ্বাস করতাম না

আপন বলে নাই কেউ, আপন শুধু মা

জানতাম যদি মানুষ এমন, বিশ্বাস করতাম না

আপন বলে নাই কেউ, আপন শুধু মা

একবার শুধু আমায় বলতি

সত্যটা আগে জানতাম যদি

একবার শুধু আমায় বলতি

সত্যটা আগে জানতাম যদি

তোকে আপন করতাম না

না রে, না, বন্ধু, আর প্রেম করবো না

না রে, না, তোকে আর ভালোবাসি না

দিয়ে আমায় কষ্ট ক্যামনে তুই খুঁইজা নিলি সুখ?

আর শুনবো না তোর মিথ্যে কথা, দেখবো না তোর মুখ

দিয়ে আমায় কষ্ট ক্যামনে তুই খুঁইজা নিলি সুখ?

আর শুনবো না তোর মিথ্যে কথা, দেখবো না তোর মুখ

না আসবি তুই আর ফিরে

যাচ্ছি গো আজ আমি দূরে

না আসবি তুই আর ফিরে

যাচ্ছি গো আজ আমি দূরে

গাইবো না তোর গান

না রে, না, বন্ধু, আর প্রেম করবো না

না রে, না, মনে তোর ছবি আঁকবো না

Amar Mon Porano Chhai โดย channel mix zaman – เนื้อเพลง & คัฟเวอร์