উড়ে যায় স্বাধীন দু শালিক
শুনশান রাস্তাঘাট রোজ একা
মরে যায় আরও একটা দিন
ব্যালকনিতে কফি কাপ রাখা
উড়ে যায় স্বাধীন দু শালিক
শুনশান রাস্তাঘাট রোজ একা
মরে যায় আরও একটা দিন
ব্যালকনিতে কফি কাপ রাখা
দেওয়ালের গায়ে জমে কথা
বাতাসে শুকনো নীরবতা
শহর ঘুমিয়ে আছে তাও
পৃথিবী, তুমি সেরে যাও
পৃথিবী, তুমি সেরে যাও
পৃথিবী, তুমি সেরে যাও
ভরে যায় লেখায় epitaph
সিঁড়ির পাশে ছায়ারা কথা বলে
ভেঙে যায় আরও porcelain
Headline-এ মৃত্যু বেড়ে চলে
ভরে যায় লেখায় epitaph
সিঁড়ির পাশে ছায়ারা কথা বলে
ভেঙে যায় আরও porcelain
Headline-এ মৃত্যু বেড়ে চলে
দেওয়ালের গায়ে জমে কথা
বাতাসে শুকনো নীরবতা
শহর ঘুমিয়ে আছে তাও
পৃথিবী, তুমি সেরে যাও
পৃথিবী, তুমি সেরে যাও
পৃথিবী, তুমি সেরে যাও
পৃথিবী, তুমি সেরে যাও
পৃথিবী, তুমি সেরে যাও