menu-iconlogo
huatong
huatong
avatar

Dekha Hok Dekha Hobe

Chirkutthuatong
nineteen_in_luvhuatong
เนื้อเพลง
บันทึก
আমি আমায় খুঁজে পাচ্ছি না

তুমি খুঁজছো কি তোমায়?

শহর জুড়ে এত আলো

তবু হারাচ্ছে সবাই

দেখা হোক, দেখা হবে

আজ না হলে আর কবে?

দেখা হোক, দেখা হবে

আজ না হলে আর কবে?

মনের উপর জোর চলে না (জোর চলে না, জোর চলে না)

মন কখনও মিথ্যে বলে না (মিথ্যে বলে না, মিথ্যে বলে না)

মনের উপর জোর চলে না

মন কখনও মিথ্যে বলে না

হও পাখি হাওয়ায় পারো যত

হারাও, হারাও, হারাও, হারাও ইচ্ছেমতো

দেখা হোক, দেখা হবে

আজ না হলে আর কবে?

দেখা হোক, দেখা হবে

আজ না হলে আর কবে?

কত কিছু, কত মানে (কত মানে, কত মানে)

আসলটা কে যে জানে (কে যে জানে, কে যে জানে)

কত কিছু, কত মানে

আসলটা কে যে জানে

ভেবে ভেবে হই দিশেহারা

তবু কিছু প্রেম দেখো জ্বালছে তারা

দেখা হোক, দেখা হবে

আজ না হলে আর কবে?

দেখা হোক, দেখা হবে

আজ না হলে আর কবে?

দেখা হোক দেখা হবে

আজ না হলে আর কবে?

দেখা হোক, দেখা হবে

আজ না হলে আর কবে?

เพิ่มเติมจาก Chirkutt

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ