menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Bhindeshi Tara

Chondrobinduhuatong
johnlinkedhuatong
เนื้อเพลง
บันทึก
আমার ভিনদেশি তারা

একা রাতেরই আকাশে

তুমি বাজালে একতারা

আমার চিলেকোঠার পাশে

ঠিক সন্ধ্যে নামার মুখে

তোমার নাম ধরে কেউ ডাকে

মুখ লুকিয়ে কার বুকে

তোমার গল্প বলো কাকে?

আমার রাত জাগা তারা (রাত জাগা তারা)

তোমার অন্য পাড়ায় বাড়ি (অন্য পাড়ায় বাড়ি)

আমার ভয় পাওয়া চেহারা (ভয় পাওয়া চেহারা)

আমি আদতে আনাড়ি (আদতে আনাড়ি)

আমার আকাশ দেখা ঘুড়ি

কিছু মিথ্যে বাহাদুরি

আমার আকাশ দেখা ঘুড়ি

কিছু মিথ্যে বাহাদুরি

আমার চোখ বেঁধে দাও আলো

দাও শান্ত শীতল পাটি

তুমি মায়ের মতোই ভালো

আমি একলাটি পথ হাঁটি

আমার বিচ্ছিরি এক তারা (বিচ্ছিরি এক তারা)

তুমি নাও না কথা কানে (নাও না কথা কানে)

তোমার কীসের এত তাড়া? (কীসের এত তাড়া?)

রাস্তা পার হবে সাবধানে (পার হবে সাবধানে)

তোমার গায় লাগে না ধুলো

আমার দু'মুঠো চাল-চুলো

তোমার গায়ে লাগে না ধুলো

আমার দু'মুঠো চাল-চুলো

রাখো শরীরে হাত যদি

আর জল মাখো দুই হাতে

Please ঘুম হয়ে যাও চোখে

আমার মন খারাপের রাতে

আমার রাত জাগা তারা

তোমার আকাশ ছোঁয়া বাড়ি

আমি পাই না ছুঁতে তোমায়

আমার একলা লাগে ভারী

আমার রাত জাগা তারা

তোমার আকাশ ছোঁয়া বাড়ি

আমি পাই না ছুঁতে তোমায়

আমার একলা লাগে ভারী

আমার রাত জাগা তারা

তোমার আকাশ ছোঁয়া বাড়ি

আমি পাই না ছুঁতে তোমায়

আমার একলা লাগে ভারী

เพิ่มเติมจาก Chondrobindu

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ