ও ও ও...
ওই চাঁদ, এগিয়ে এসেছে কাছে
চুপিসারে ভালোবাসা জারি আছে
ও চুপিসারে ভালোবাসা জারি আছে
হুমম হুমম হুমম...
ভালোবেসে আবদারে জোছনাতে
মিশে যেতে চাই
শেষ ঘুমে করতলে তোর হাসি
মেখে নিতে চাই
ভালোবেসে আবদারে জোছনাতে
মিশে যেতে চাই
শেষ ঘুমে করতলে তোর হাসি
মেখে নিতে চাই
নাবিক হয়ে চল, আমায় নে সাথে
নাবিক হয়ে চল, আমায় নে সাথে
সাগর টালমাটাল এই মায়াবী রাতে
সেই রাত, এগিয়ে এসেছে কাছে
চুপিসারে ভালোবাসা জারি আছে
ও চুপিসারে ভালোবাসা জারি আছে