menu-iconlogo
huatong
huatong
debdeep-mukhopadhyaysavvy-keshto-from-teko-cover-image

Keshto (From "Teko")

Debdeep Mukhopadhyay/Savvyhuatong
rpforautismhuatong
เนื้อเพลง
บันทึก
রোগা থেকে মোটা হবে, কালো থেকে ফর্সা

দাদ-হাজা-চুলকুনি, দারুণ সমস্যা

গোপনে মদ ছাড়ান, স্বামীকে ঘরে ফেরান

বশীকরণের বলে এই অমাবস্যায়

এত কিছু চাইনে, যা রয়েছে তাই নে

বেঁচে আছি, এইটাই তো যথেষ্ট

রাখে হরি, মারে কে, মানে মানে বুঝে নে

বহু কষ্টে পাওয়া যায় রে কেষ্ট

এত কিছু চাইনে, যা রয়েছে তাই নে

বেঁচে আছি, এইটাই তো যথেষ্ট

রাখে হরি, মারে কে, মানে মানে বুঝে নে

বহু কষ্টে পাওয়া যায় রে কেষ্ট

চুল, পড়ে গেছে সব চুল

ভুল, হয়েছে ভীষণ ভুল

চলে গেছে সব যা ছিল আমার

চুল, পড়ে গেছে সব চুল

ভুল, হয়েছে ভীষণ ভুল

চলে গেছে (চলে গেছে) সব যা ছিল আমার

যাক, যা গেছে বরং যাক

টাক, শাক ঢাকে না গো টাক

জলে গেছে (জলে গেছে) সব যা ছিল আমার

বেনোজলে ভেসে যাওয়া সোজা নয় ভাই রে

মহিষের শিং ধরে জোড়সে ঝাঁকাই রে

ঘরে খেয়ে মোষ তাড়ান

অল্প ব্যয়ে বিদেশ যান

অফিসে তা বলে করো না বেশি কামাই রে

এত কিছু চাইনে, যা রয়েছে তাই নে

বেঁচে গেছ, এইটাই তো যথেষ্ট

মারে হরি, রাখে কে, মানে মানে বুঝে নে

বহু কষ্টে পাওয়া যায় রে কেষ্ট

এত কিছু চাইনে, যা রয়েছে তাই নে

বেঁচে আছি, এইটাই তো যথেষ্ট

রাখে হরি, মারে কে, মানে মানে বুঝে নে

বহু কষ্টে পাওয়া যায় রে কেষ্ট

বহু কষ্টে পাওয়া যায় রে কেষ্ট

বহু কষ্টে (বহু কষ্টে, বহু কষ্টে)

পাওয়া যায় কেষ্ট

เพิ่มเติมจาก Debdeep Mukhopadhyay/Savvy

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ