menu-iconlogo
huatong
huatong
avatar

দূর আকাশে চাঁন্দের পাশে ঝলমল করে তারা

deut786huatong
🎸deut786🇧🇩huatong
เนื้อเพลง
บันทึก
বন্ধুরে...

এহে এহে এহে এহেএ

ওরে দূর আকাশে চাঁন্দের পাশে

ঝলমল করে~তারা

আর আমার কেউ আর নাইরে বন্ধু

কেবল তুমি ছাড়া।

তুমি দাগাদিবাই চাইয়োরে বন্ধু

দাগাদিবাই চাইয়ো।

অন্তরে অন্তর মিশাইয়া

পিরিতের গান গাইয়ো ॥

আসমানে যাইওনা রে বন্ধু

ধরতে পারবো না, তোমায়

পাতালে যাইও নারে বন্ধু

ছুইতে পারবো না, তোমায়

আসমানে যাইওনা রে বন্ধু

ধরতে পারবো না, তোমায়

পাতালে যাইও নারে বন্ধু

ছুইতে পারবো না, তুমি

বুকের ভিতর রইও রে বন্ধু

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইয়ো ॥

তুমি বুকের ভিতর রইও রে বন্ধু

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইয়ো ॥

ও বন্ধুরে...

এহে এহে এহে এহেএ

দূর আকাশে চাঁন্দের পাশে

ঝলমল করে~তারা

আর আমার কেউ আর নাইরে বন্ধু

কেবল তুমি ছাড়া।

ও বন্ধুরে...

এহে এহে এহে এহেএ

দূর আকাশে চাঁন্দের পাশে

ঝলমল করে তারা

আর আমার কেউ আর নাইরে বন্ধু

কেবল তুমি ছাড়া।

তুমি দাগাদিবাই চাইয়োরে বন্ধু

দাগাদিবাই চাইয়ো।

অন্তরে অন্তর মিশাইয়া

পিরিতের গান গাইয়ো ॥

তুমি বুকের ভিতর রইও রে বন্ধু

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইয়ো ॥

ও বন্ধুরে...

এহে এহে এহে এহেএ

সতী নারীর পতি যেমন

পর্বতেরই চূড়া

অসৎ নারীর গতি তেমন

ভাঙ্গা নায়ের গোড়া।

ও বন্ধুরে...

এহে এহে এহে এহেএ

সতী নারীর পতি যেমন

পর্বতেরই চূড়া

অসৎ নারীর গতি তেমন

ভাঙ্গা নায়ের গোড়া।

তুমি নায়ের গলুই হইয়ো বন্ধু

নায়ের গলুই হইয়ো

অন্তরে অন্তর মিশাইয়া

পিরিতের গান গাইয়ো ৷৷

তুমি বুকের ভিতর রইও রে বন্ধু

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইয়ো ॥

ও বন্ধুরে...

এহে এহে এহে এহেএ

না বুজিয়া পাগল নেশা

কূল কলঙ্কের ভয়

প্রেম তরণী ভাসাইলাম

নামে দয়াময়

ও বন্ধুরে...

এহে এহে এহে এহেএ

না করিয়া পাগল নেশা

কূল কলঙ্কের ভয়

প্রেম তরণী ভাসাইলাম

নামে দয়াময়

তুমি দয়াময়ী হইয়োরে বন্ধু

দয়াময়ী হইয়ো।

অন্তরে অন্তর মিশাইয়া

পিরিতের গান গাইয়ো ॥

তুমি বুকের ভিতর রইও রে বন্ধু

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইয়ো ॥

আসমানে যাইওনা রে বন্ধু

ধরতে পারবো না, তোমায়

পাতালে যাইও নারে বন্ধু

ছুইতে পারবো না, তোমায়

আসমানে যাইওনা রে বন্ধু

ধরতে পারবো না, তোমায়

পাতালে যাইও নারে বন্ধু

ছুইতে পারবো না, তুমি

বুকের ভিতর রইও রে বন্ধু

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইয়ো ॥

তুমি বুকের ভিতর রইও রে বন্ধু

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইয়ো ॥

ও বন্ধুরে...

এহে এহে এহে এহেএ

เพิ่มเติมจาก deut786

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ