শ্রাবণের মেঘগুলি জড়ো.......,
আপলোড বাই,
মোঃ খায়ের ইসলাম
মিউজিক ফ্লো করুন
️K S️
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে
আজ কেন মন, উদাসী হয়ে
দূর অজানাই, চাই হারাতে
আজ কেন মন, উদাসী হয়ে
দূর অজানাই, চাই হারাতে
শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে
আমার গান যদি ভালো লাগে
আমার সাংবুকে চোখ রাখুন
আপনার পছন্দের গান সাজানো আছে
আপলোড বাই
মোঃ খায়ের ইসলাম
,️K S️
কবিতার বই সব খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে
কবিতার বই সব খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে
আজ কেন মন, উদাসী হয়ে
দূর অজানাই, চাই হারাতে
আজ কেন মন, উদাসী হয়ে
দূর অজানাই, চাই হারাতে
আমরা সবাই গানকে ভালো বাসি
স্মুলের পরিবেশ রক্ষা করি
গাছ লাগান পরিবেশ বাচান
আপলোড বাই ঃ
মোঃ খায়ের ইসলাম
️K S️
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশে কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জল কেলী
পথিকের পায়ে হাটা থেমেছে
লাইক দিতে ভুলবেন না
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশে কেঁদে চলেছে
জমেছে হাঁসের জল কেলী
পথিকের পায়ে হাটা থেমেছে
আজ কেন মন, উদাসী হয়ে
দূর অজানাই, চাই হারাতে
আজ কেন মন, উদাসী হয়ে
দূর অজানাই, চাই হারাতে
শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে
শ্রাবণের মেঘগুলো জোড় হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে
আজ কেন মন, উদাসী হয়ে
দূর অজানাই, চাই হারাতে
আজ কেন মন, উদাসী হয়ে
দূর অজানাই, চাই হারাতে
সবুজ লাইক দিতে ভুলবেন না
ধন্যবাদ