menu-iconlogo
huatong
huatong
avatar

Shraboner Megh gulo

Different Touchhuatong
feelgoodfactorshuatong
เนื้อเพลง
บันทึก
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে

অঝরে নামবে বুঝি শ্রাবনেই জড়ায়ে

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে

অঝরে নামবে বুঝি শ্রাবনেই জড়ায়ে

আজ কেন মন, উদাসী হয়ে

দূর অজানায় –চায় হারাতে

আজ কেন মন, উদাসী হয়ে

দূর অজানায় –চায় হারাতে

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে

অঝরে নামবে বুঝি শ্রাবনেই জড়ায়ে।

কবিতার বই সবে খুলেছি

হিমেল হাওয়ায় মন ভিজেছে

জানালার পাশে চাঁপা মাধবী

বাগান বিলাসী হেনা দুলেছে

কবিতার বই সবে খুলেছি

হিমেল হাওয়ায় মন ভিজেছে

জানালার পাশে চাঁপা মাধবী

বাগান বিলাসী হেনা দুলেছে

আজ কেন মন, উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে

আজ কেন মন, উদাসী হয়ে

দূর অজানায়–চায় হারাতে।

মেঘেদের যুদ্ধ শুনেছি

সিক্ত আকাশ কেঁদে চলেছে

থেমেছে হাঁসের জলকেলী

পথিকের পায়ে হাঁটা থেমেছে

মেঘেদের যুদ্ধ শুনেছি

সিক্ত আকাশ কেঁদে চলেছে

থেমেছে হাঁসের জলকেলী

পথিকের পায়ে হাঁটা থেমেছে

আজ কেন মন, উদাসী হয়ে

দূর অজানায়, চায় হারাতে

আজ কেন মন –উদাসী হয়ে

দূর অজানায়, চায় হারাতে।

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে

অঝরে নামবে বুঝি শ্রাবনেই জড়ায়ে

শ্রাবনের মেঘগুলো,জড়ো হলো আকাশে

অঝরে নামবে বুঝি শ্রাবনেই জড়ায়ে

আজ কেন মন, উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে

আজ কেন মন, উদাসী হয়ে

দূর অজানায় চায় হারাতে.

Thanks

เพิ่มเติมจาก Different Touch

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ