menu-iconlogo
huatong
huatong
dilruba-khan--cover-image

কলমে কি নাই কালি রে

Dilruba Khanhuatong
rmorenolvhuatong
เนื้อเพลง
บันทึก
আমাদের গানে গানে তাজমহল

গ্রুপের পক্ষ থেকে আপনার

জন্য রহিলো লাল গোলাপের

শুভেচ্ছা ও ভালোবাসা

বিধি কলমে নাই কালি

আমার ঐ পোড়া কপালে

এই কি লেইখা ছিলিরে

কলমে কি নাই কালি রে

বিধি কলমে নাই কালি

আমার ঐ পোড়া কপালে

এই কি লেইখা ছিলি রে

কলমে কি নাই কালি রে

বিধি কলমে কি নাই কালি রে

ভক্তের অধিন আছো রে তুমি

সর্ব মোতে জানি....

ভক্তের অধিন আছো রে তুমি

সর্ব মোতে জানি

তবে কেন আমার করমে

এত জ্বালা দিলি রে

কলমে কি নাই কালি রে

বিধি কলমে কি নাই কালি রে

যে দিকে তে আমি রে যাই

কেওরে না পাই, , , , ,

যে দিকে তে আমি যে যাই

চিনে না কেউ আমাই........

সংঘের সাথী ছিল যারা

সবাই গেছে ভুলি রে

কলমে কি নাই কালি রে

বিধি কলমে কি নাই কালি রে

আপন ভাইবা যারে ধরি

সে দেই মাথায় বাড়ি

ও....ও...…..........ও ..ও...ও.

আপন ভাইবা যারে ধরি

সে দেই মাথায় বাড়ি

কোন দোষেতে বিধি আমায়

অকূলে বাসাই লিরে

কলমে কি নাই কালি রে

বিধি কলমে নাই কালি..

আমার ঐ পোড়া কপালে

এই কি লেইখা ছিলিরে

কলমে কি নাই কালি রে

বিধি কলমে কি নাই কালি রে

বিধি কলমে কি নাই কালি রে

เพิ่มเติมจาก Dilruba Khan

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ