menu-iconlogo
huatong
huatong
avatar

দুষ্টু কোকিল

Dilshad Nahar Kona/Akassh Senhuatong
pumpingwaterhuatong
เนื้อเพลง
บันทึก
ফাগুন মাসে কাঁচা বাঁশে

গুনগুনিয়ে ভ্রমর আসে

হা-ফাগুন মাসে কাঁচা বাঁশে

গুনগুনিয়ে ভ্রমর আসে

প্রেমের লাগি বুকটা করে আ আ উ

দুষ্টু কোকিল ডাকেরে

(কুক-কুক কুক-কুক কুক-কুক কুক-কুক)

মনে বাঁশি বাজে রে

(কুক-কুক কুক-কুক কুক-কুক কুক-কুক)

দুষ্টু কোকিল ডাকেরে

(কুক-কুক কুক-কুক কুক-কুক কুক-কুক)

মনে বাঁশি বাজে রে

(কুক-কুক কুক-কুক কুক-কুক কুক-কুক)

চোখে চোখে কথা বলো

মুখে কিছুই বলো না

ভালোবাসার নামে কেনো

করো শুধুই ছলোনা

হ্যা-চোখে চোখে কথা বলো

মুখে কিছুই বলো না

ভালোবাসার নামে কেনো

করো শুধুই ছলোনা

থাকলে তুমি আশে পাশে

মনে আমার আবেগ আসে

প্রেমের লাগি বুকটা করে আ আ উ~

দুষ্টু কোকিল ডাকেরে

(কুক-কুক কুক-কুক কুক-কুক কুক-কুক)

মনে বাঁশি বাজে রে

(কুক-কুক কুক-কুক কুক-কুক কুক-কুক)

দুষ্টু কোকিল ডাকেরে

(কুক-কুক কুক-কুক কুক-কুক কুক-কুক)

মনে বাঁশি বাজে রে

(কুক-কুক কুক-কুক কুক-কুক কুক-কুক)

নদীর বুকে চর

আমি কি তোর পর

আকাশ ভরা চান্দের আলোয়

বাঁধবো সুখের ঘর

নদীর বুকে চর

আমি কি তোর পর

আকাশ ভরা চান্দের আলোয়

বাঁধবো সুখের ঘর

ধিকিধিকি জ্বলে আগুন

জলের ছিটায় নিভেনা না

খোলা আছে মনের দুয়ার

বাইরে তুমি থেকো না

ধিকিধিকি জ্বলে আগুন

জলের ছিটায় নিভেনা না

খোলা আছে মনের দুয়ার

বাইরে তুমি থেকো না

পথো চেয়ে আছি বসে

কখন তুমি আসবে পাশে

প্রেমের লাগি বুকটা করে আ আ উ

দুষ্টু কোকিল ডাকেরে

(কুক-কুক কুক-কুক কুক-কুক কুক-কুক)

মনে বাঁশি বাজেরে

(কুক-কুক কুক-কুক কুক-কুক কুক-কুক)

(কুক-কুক কুক-কুক কুক-কুক কুক-কুক)

(কুক-কুক কুক-কুক কুক-কুক কুক-কুক)

เพิ่มเติมจาก Dilshad Nahar Kona/Akassh Sen

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ