menu-iconlogo
huatong
huatong
avatar

না বলা কথা

Eleyas Hossainhuatong
saladaholhuatong
เนื้อเพลง
บันทึก
শোন , বলি তোমায়

না বলা কথা গুলো আজ বলে দিতে চাই

বল , কি বলতে চাও

সারাটি জীবন ধরে শুনে যেতে চাই

ভাল বাসি আমি যে তোমায়

এই কথাটাই ছিল শুধু বলার

ভালবাসি আমি ও তোমায়

সব কথা কি মুখে বলে দিতে হয়

আকাশের ওই নীল্ ঠিকানায়

মেঘেরা সাদা ডানা চড়ায়

ওদেরই সেই ভালবাসায়

এই মনে আজ পেয়েছে ঠাই

জড়াবো আধরে

তোমাকে অনুভবে

আকাশের চেয়ে বেশী

তোমাকেই ভালবাসি

ভালো বাসি আমি যে তোমায়

এই কথাটাই ছিল শুধু বলার

ভালবাসি আমি ও তোমায়

সব কথা কি মুখে বলে দিতে হয়

ধুম তানা ধেরেনা ধুম তানা

তানা ধুম তানা ধেরেনা ধুম তানা

আ ধুম তানা ধেরেনা ধুম তানা তানা

ধুম তানা ধেরেনা ধুম তানা আ

সাত সাগর আর তের নদী

পার হয়ে তুমি আসতে যদি

রুপকথা'র রাজকুমার হয়ে

আমায় তুমি ভালবাসতে যদি

ভালবাসি তোমায়

পুরনো অনুভবে

এই মনেরই জগতে

রাজকুমারী তুমি

ভালো বাসি আমি যে তোমায়

এই কথা টা ছিল শুধু বলার

ভালো বাসি আমি ও তোমায়

সব কথা কি মুখে বলে দিতে হয়

শোন , বলি তোমায়

না বলা কথা গুলো আজ বলে দিতে চাই

বল , কি বলতে চাও

সারাটি জীবন ধরে শুনে যেতে চাই

ভাল বাসি আমি যে তোমায়

এই কথাটাই ছিল শুধু বলার

ভালবাসি আমি ও তোমায়

সব কথা কি মুখে বলে দিতে হয়

เพิ่มเติมจาก Eleyas Hossain

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ