menu-iconlogo
huatong
huatong
avatar

তুই তো রুপা সুখেই আছিস ঘুমিয়ে

Emon Khanhuatong
perron0086huatong
เนื้อเพลง
บันทึก

তুই তো রুপা সুখে আছিস ঘুমিয়ে কারো বুকে

তোর বিরহে ঘুম আসেনা আমার দু টি চোখে

কোন পরানে পারলি দিতে সরল মনে ব্যাথা

একবারও ভাবলি না রে তুই এই অভাগার কথা

রুপা রে..........

তোর ছাড়া এই ইমন আজো পায়নি সুখের দেখা

তোর ছাড়া এই ইমন আজো পায়নি সুখের দেখা

ভাবতেও পারিনি আমি মিথ্যে হবে

বন্ধু তোর পিরীতি

কোন সে রাজার রাজ্য পাইয়া

কোন সুখেতে মন রাঙ্গাইয়া

করলি আমার এতো বড় খতি

ভাবতেও পারিনি আমি মিথ্যে হবে

বন্ধু তোর পিরীতি

কোন সে রাজার রাজ্য পাইয়া

কোন সুখেতে মন রাঙ্গাইয়া

করলি আমার এতো বড় খতি

একটা কথা শুধুই আমার জানতে ইচ্ছে করে

একটা মন দু জনারই দিলি কেমন করে

মনের মানুষ বদল করা ছিলো কি তো পেশা

রুপা রে...........

তোর ছাড়া এই ইমন আজো পায়নি সুখের দেখা

তোর ছাড়া এই ইমন আজো পায়নি সুখের দেখা

সেই যে গেলি আমায় ছেড়ে

পাঁচ বছরের প্রেমকে হত্যা করে

সেই থেকে আমি নেই যে ভালো

দুই চোখেতে নাই রে আলো

জলছে আগুন বুকেরি ভিতরে

সেই যে গেলি আমায় ছেড়ে

পাঁচ বছরের প্রেম কে হত্যা করে

সেই থেকে আমি নেই যে ভালো

দুই চোখেতে নাই রে আলো

জলছে আগুন বুকেরি ভিতরে

একটা কথা শুধুই আমার জানতে ইচ্ছে করে

একটা মন দু জনারই দিলি কেমন করে

মনের মানুষ বদল করা ছিলো কি তো পেশা

রুপা রে..........

তোরই ছাড়া এই ইমন আজো পায়নি সুখের দেখা

তোরই ছাড়া এই ইমন আজো পায়নি সুখের দেখা

তুই তো রুপা সুখে আছিস ঘুমিয়ে কারো বুকে

তোর বিরহে ঘুম আসেনা আমার দু টি চোখে

কোন পরানে পারলি দিতে সরল মনে ব্যাথা

একবারও ভাবলি না রে তুই এই অভাগার কথা

রুপা রে..........

তোর ছাড়া এই ইমন আজো পায়নি সুখের দেখা

তোর ছাড়া এই ইমন আজো পায়নি সুখের দেখা

ধন্যবাদ সবাই কে

เพิ่มเติมจาก Emon Khan

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ