menu-iconlogo
huatong
huatong
avatar

Vab Koira Tor Shone

F A Sumonhuatong
เนื้อเพลง
บันทึก
ভাব কইরা তোর সনেরে বন্ধু কষ্ট ভরা বুকে

ভাব কইরা তোর সনেরে বন্ধু কষ্ট ভরা বুকে

ভুল কইরাও পিরিতের নাম নেবোনা আর মুখে

ভুল কইরাও পিরিতের নাম নেবোনা আর মুখে

...(¯ •.¸ ¸.•´¯)...

আউলা কেশে বাইন্ধা রাখি

পথের কাঁটার জ্বালা.....

বাউল বেশে পাগলপারা তাল হারা বেতালা

আউলা কেশে বাইন্ধা রাখি

পথের কাঁটার জ্বালা

বাউল বেশে পাগলপারা তাল হারা বেতালা

কত নিশি নিদ্রাহারা কত নিশি নিদ্রাহারা

শ্রাবণ ধারা চোখে

ইহকালে ও পিরিতের নাম নেবোনা আর মুখে

ভুল কইরাও পিরিতের নাম নেবোনা আর মুখে

কিসের লাগি ঘর ছারিলাম দোষের ভাগী যতো...

এমন বন্ধু পায়না যেন কেউ বন্ধুরে তোর মত

কিসের লাগি ঘর ছারিলাম দোষের ভাগী যতো..

এমন বন্ধু পায়না যেন কেউ বন্ধুরে তোর মত

দেশের দেশি পাইলাম কত

দেশের দেশি পাইলাম কত পড়শি নাই মুল্লকে

ইহকালে ও পিরিতের নাম নেবোনা আর মুখে

ভুল কইরাও পিরিতের নাম নেবোনা আর মুখে

ভাব কইরা তোর সনেরে বন্ধু কষ্ট ভরা বুকে

ভাব কইরা তোর সনেরে বন্ধু কষ্ট ভরা বুকে

ভুল কইরাও পিরিতের নাম নেবোনা আর মুখে

ভুল কইরাও পিরিতের নাম নেবোনা আর মুখে

เพิ่มเติมจาก F A Sumon

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ