menu-iconlogo
huatong
huatong
เนื้อเพลง
บันทึก
জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা

সত্য কাজে কেউ নয় রাজি

সবই দেখি তা না না না...

আসবার কালে কি জাত ছিলে

এসে তুমি কি জাত নিলে

কি জাত হবে যাবার কালে

সে কথা ভেবে বলো না...

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি

একি জলেই সব হয় গো সুচি

দেখে শুনে হয় না রুচি

যমে তো কাউকে ছাড়বে না...

গোপনে যে বেশ্যার ভাত খায়

তাতে ধর্মের কি ক্ষতি হয়

লালন বলে জাত কারে কয়

সে ঘোরও তো গেল না...

জাত গেল জাত গেল বলে

একি আজব কারখানা...

เพิ่มเติมจาก Fakir Lalon Shah/Kalika Prasad Bhattacharya

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ