menu-iconlogo
huatong
huatong
ferdous-ara-sorbonasha-podda-nodi-cover-image

সর্বনাশা পদ্মা নদী Sorbonasha Podda Nodi

Ferdous Arahuatong
pleedsushuatong
เนื้อเพลง
บันทึก
সর্বনাশা পদ্মা নদী

তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

সর্বনাশা পদ্মা নদী

তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই •

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

পারের আশায় তাড়াতাড়ি

সকাল বেলায় ধরলাম পাড়ি

পারের আশায় তাড়াতাড়ি

সকাল বেলায় ধরলাম পাড়ি

আমার দিন যে গেল সন্ধ্যা হলো

আমার দিন যে গেল সন্ধ্যা হলো

তবু না কুল পাই •

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

পদ্মারে তোর তুফান দেইখা

পরান কাঁপে ডরে

ফেইলা আমায় মারিসনা তোর

সর্বনাশা ঝড়ে

একে আমার ভাঙ্গা তরী

মাল্লা ছয়জন ছল্লা করি

একে আমার ভাঙ্গা তরী

মাল্লা ছয়জন ছল্লা করি

আমার নায়ে দিল কুড়াল মারি •

আমার নায়ে দিল কুড়াল মারি

কেমনে পাড়ে যাই

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

সর্বনাশা পদ্মা নদী

তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

সর্বনাশা পদ্মা নদী •

গানটা সেভ করার পর লাইক দিতে ভুলবেন না।

เพิ่มเติมจาก Ferdous Ara

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ