menu-iconlogo
huatong
huatong
ferdous-ara-holudia-pakhi-sonari-boron-cover-image

Holudia Pakhi Sonari Boron

Ferdous Arahuatong
rota_zmauihuatong
เนื้อเพลง
บันทึก

হলুদিয়া পাখি সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে

হলুদিয়া পাখি সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে

কেউ না জানিলো

কেউ না দেখিলো

কেমনে পাখি দিয়া যে ফাঁকি

উইড়া গেল হায় চক্ষের পলকে

পাখিটি ছাড়িলো কে

হলুদিয়া পাখি সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে

সোনারো পিঞ্জিরা শুন্য করিয়া

কোন বনে পাখি গেল যে উড়িয়া

পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া

পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া

ভাঁইঙ্গা পড়ে সেই না পাখিরো শোকে

পাখিটি ছাড়িলো কে

হলুদিয়া পাখি সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে

পাখিটি ছাড়িলো কে রে আমার

পাখিটি ছাড়িলো কে

সবি যদি ভুলে যাবি রে পাখি

কেন তবে হায় দিলিরে আশা

উইড়া যদি যাবি ওরে ও পাখি

কেন বাঁইন্ধ্যা ছিলি বুকেতে বাঁসা

কতনা মধুর গান শুনাইয়া

গেলিরে শেষে কেন কাঁন্দাইয়া

তোমারে শরিয়া বিরহে বিরহে

তোমারে শরিয়া দুখের ও দরিয়া

উতুলি উঠে ঐনা পাগলের চোখে

পাখিটি ছাড়িলো কে

হলুদিয়া পাখি সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে

কেউ না জানিলো

কেউ না দেখিলো

কেমনে পাখি দিয়া যে ফাঁকি

উইড়া গেল হায় চক্ষের পলকে

পাখিটি ছাড়িলো কে

হলুদিয়া পাখি সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে

হলুদিয়া পাখি সোনারি বরণ

পাখিটি ছাড়িলো কে

END

Like Follow For More

เพิ่มเติมจาก Ferdous Ara

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ