হলুদিয়া পাখি সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে
হলুদিয়া পাখি সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে
কেউ না জানিলো
কেউ না দেখিলো
কেমনে পাখি দিয়া যে ফাঁকি
উইড়া গেল হায় চক্ষের পলকে
পাখিটি ছাড়িলো কে
হলুদিয়া পাখি সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে
সোনারো পিঞ্জিরা শুন্য করিয়া
কোন বনে পাখি গেল যে উড়িয়া
পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া
পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া
ভাঁইঙ্গা পড়ে সেই না পাখিরো শোকে
পাখিটি ছাড়িলো কে
হলুদিয়া পাখি সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে
পাখিটি ছাড়িলো কে রে আমার
পাখিটি ছাড়িলো কে
সবি যদি ভুলে যাবি রে পাখি
কেন তবে হায় দিলিরে আশা
উইড়া যদি যাবি ওরে ও পাখি
কেন বাঁইন্ধ্যা ছিলি বুকেতে বাঁসা
কতনা মধুর গান শুনাইয়া
গেলিরে শেষে কেন কাঁন্দাইয়া
তোমারে শরিয়া বিরহে বিরহে
তোমারে শরিয়া দুখের ও দরিয়া
উতুলি উঠে ঐনা পাগলের চোখে
পাখিটি ছাড়িলো কে
হলুদিয়া পাখি সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে
কেউ না জানিলো
কেউ না দেখিলো
কেমনে পাখি দিয়া যে ফাঁকি
উইড়া গেল হায় চক্ষের পলকে
পাখিটি ছাড়িলো কে
হলুদিয়া পাখি সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে
হলুদিয়া পাখি সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে
END
Like Follow For More