menu-iconlogo
huatong
huatong
avatar

কোথা চাঁদ আমার

Firoza Begumhuatong
PayraRoyhuatong
เนื้อเพลง
บันทึก
কোথা চাঁদ আমার! কোথা চাঁদ আমার।

ভুবনও ভরিয়া মোর ঘিরিল আঁধার। কোথা চাঁদ আমার।

ভুবনও ভরিয়া মোর ঘিরিল আঁধার। কোথা চাঁদ আমার।

ওগো বন্ধু আমার, হ’তে কুসুমও যদি,

ওগো বন্ধু আমার, হতে কুসুমও যদি,

রাখিতাম কেশে তুলি’ নিরবধি। হ’তে কুসুমও যদি,

ওগো বন্ধু আমার, হতে কুসুমও যদি,

রাখিতাম কেশে তুলি’ নিরবধি। হ’তে কুসুমও যদি,

রাখিতাম বুকে চেপে’ হ’তে যদি হার।

কোথা চাঁদ আমার,

ভুবনও ভরিয়া মোর ঘিরিল আঁধার। কোথা চাঁদ আমার।।

আমার উদয়-তারার শাড়ি ছিঁড়েছে কবে,

আমার উদয়-তারার শাড়ি ছিঁড়েছে কবে,

কামরাঙা শাঁখা আর হাতে কি রবে।

শাড়ি ছিঁড়েছে কবে,

আমার উদয়-তারার শাড়ি ছিঁড়েছে কবে,

কামরাঙা শাঁখা আর হাতে কি রবে।

শাড়ি ছিঁড়েছে কবে,

ফিরে এসো, খোলা আজো দখিনও-দুয়ার।।

কোথা চাঁদ আমার,

ভুবনও ভরিয়া মোর ঘিরিল আঁধার। কোথা চাঁদ আমার।

কোথা চাঁদ, কোথা চাঁদ, কোথা চাঁদ আমার।

เพิ่มเติมจาก Firoza Begum

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ