menu-iconlogo
huatong
huatong
avatar

Oh Go Sundor Moner Gahone

Firoza Begumhuatong
scootie7huatong
เนื้อเพลง
บันทึก
ওগো সুন্দর, মনের গহনে তোমার মূরতিখানি

ভেঙে ভেঙে যায়, মুছে যায় বারে বারে

বাহির বিশ্বে তাইতো তোমারে টানি

ওগো সুন্দর

ঐ যে হোথায় আকাশের নীলে

বনের সবুজ এক হয়ে মিলে

ঐ যে হোথায় আকাশের নীলে

বনের সবুজ এক হয়ে মিলে

ঐ যে হোথায় সাগর বেলায়

ঢেউ করে কানাকানি

ভেঙে ভেঙে যায়, মুছে যায় বারে বারে

বাহির বিশ্বে তাইতো তোমারে টানি

ওগো সুন্দর

তোমার আসন পাতিব পথের ধারে

তোমার আসন পাতিব হাটের মাঝে

তোমার আসন পাতিব পথের ধারে

আঁধারে আলোকে যুগ যুগ ধরি প্রিয়

আঁধারে আলোকে যুগ যুগ ধরি প্রিয়

বিরহে মিলনে চিরদিন জানা-জানি

ভেঙে ভেঙে যায়, মুছে যায় বারে বারে

বাহির বিশ্বে তাইতো তোমারে টানে

ওগো সুন্দর

เพิ่มเติมจาก Firoza Begum

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ