menu-iconlogo
huatong
huatong
avatar

tor jonno ami bonno

Fuadhuatong
purrcellhuatong
เนื้อเพลง
บันทึก
তোর জন্য আমি বন্য

মাতাল অনুভব

করে সব শূন্য শুধু বন্য

তুই নিখোঁজ অচিন পুরে

তোর জন্য আমি বন্য

মাতাল অনুভব

করে সব শূন্য শুধু বন্য

তুই নিখোঁজ অচিন পুরে

শপথ নিলাম তোকেই রাণী

করব নিশ্চয়ই এই রাজত্বে

খুঁজে দেখিস আমার মত

পাবি না কেউ স্বর্গ মর্ত্যে

শপথ নিলাম তোকেই রাণী

করব নিশ্চয়ই এই রাজত্বে

খুঁজে দেখিস আমার মত

পাবি না কেউ স্বর্গ মর্ত্যে

তোর জন্য আমি বন্য

মাতাল অনুভব

করে সব শূন্য শুধু বন্য

তুই নিখোঁজ অচিন পুরে

দেখেছি যা দেখার ছিল

এই মনের আয়নায়

অবিরত আনাগোনা বৃথা সেকি হায়

আমি ভেবে ভেবে মরি

তোর মনে আছে কি

দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি

অভিমানে দূরে আমি হারাবো যখন

ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ

শপথ নিলাম তোকেই রাণী

করব নিশ্চয়ই এই রাজত্বে

খুঁজে দেখিস আমার মত

পাবি না কেউ স্বর্গ মর্ত্যে

শপথ নিলাম তোকেই রাণী

করব নিশ্চয়ই এই রাজত্বে

খুঁজে দেখিস আমার মত

পাবি না কেউ স্বর্গ মর্ত্যে

তোর জন্য আমি বন্য

মাতাল অনুভব

করে সব শূন্য শুধু বন্য

তুই নিখোঁজ অচিন পুরে

ডুবে থাকিস বৃথা যত

ঐ নষ্ট ভাবনায়

সিক্ত পণ্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়

আমি পালটে দিতে পারি

তোর চোখের ঐ রঙ

নরম রোদে ভালবাসা পবিত্র ভীষণ

অভিমানে দূরে আমি হারাবো যখন

ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ

শপথ নিলাম তোকেই রাণী

করব নিশ্চয়ই এই রাজত্বে

খুঁজে দেখিস আমার মত

পাবি না কেউ স্বর্গ মর্ত্যে

শপথ নিলাম তোকেই রাণী

করব নিশ্চয়ই এই রাজত্বে

খুঁজে দেখিস আমার মত

পাবি না কেউ স্বর্গ মর্ত্যে

তোর জন্য আমি বন্য

মাতাল অনুভব

করে সব শূন্য শুধু বন্য

তুই নিখোঁজ অচিন পুরে

শপথ নিলাম তোকেই রাণী

করব নিশ্চয়ই এই রাজত্বে

খুঁজে দেখিস আমার মত

পাবি না কেউ স্বর্গ মর্ত্যে

শপথ নিলাম তোকেই রাণী

করব নিশ্চয়ই এই রাজত্বে

খুঁজে দেখিস আমার মত

পাবি না কেউ স্বর্গ মর্ত্যে

তোর জন্য আমি বন্য

মাতাল অনুভব

করে সব শূন্য শুধু বন্য

তুই নিখোঁজ অচিন পুরে

เพิ่มเติมจาก Fuad

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ