menu-iconlogo
huatong
huatong
avatar

Kichu Bhul Chilo Tumar

Guru Jemeshuatong
༆⑅⃝🕊️🇱u200b🆁🅱️🦋𝐑𝐢𝐟𝐚𝐭🦋🇧🇩huatong
เนื้อเพลง
บันทึก
কিছু ভুল ছিল তোমার,কিছু আমার,

তুমি করোনি স্বীকার বন্ধু,আমি করেছি,

একসাথে চলতে, কথা বলতে,

কত ভুল বোঝাবুঝি হয় স্বাভাবিক, তুমি বোঝনি,

যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী,

আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী,

যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী,

আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী,

এই ছন্নছাড়া,অগোছালো জীবনে,

কেন এসেছিলে সব সাজাতে, হায়!কে জানে,

সব গড়েছ তুমি, আবার ভেঙ্গেছ নিজেই,

রেখে গেছ আমাকে বিস্মৃতির অবগাহনে,

যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী,

আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী,

যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী,

আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী,

যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী,

আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী,

যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী,

আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী,

เพิ่มเติมจาก Guru Jemes

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ