menu-iconlogo
huatong
huatong
avatar

চিকন চাকন মানজা দোলে

Hasanhuatong
incerakawhuatong
เนื้อเพลง
บันทึก
চিকন চাকন মানজা দোলে গানের তালে তালে,

হায় হায় গানের তালে তালে,

হাসি দিলে টোল পড়ে, তােমার দুটি গালে,

চুপি চুপি ডাকো তুমি কাছে আসনা,

আসলে তুমি আমায় ভালােবাস না।

তুমি জ্বালইয়া গেলা মনের আগুন,

নেভাইয়া গেলা না।

তুমি জ্বালইয়া গেলা মনের আগুন,

নেভাইয়া গেলা না।

চাইনা আমি টাকা পয়সা,

চাইনা বাড়ি গাড়ি,

তােমায় আমি বৌ বানাইয়া নিয়ে যাব বাড়ি,

চাইনা আমি টাকা পয়সা,

চাইনা বাড়ি গাড়ি,

তােমায় আমি বৌ বানাইয়া নিয়ে যাব বাড়ি,

দেখতে তুমি এতাে সুন্দর, তাজা গােলাপ

কোন কাজে মন বসেনা সব হয়ে যায় ভুল

তুমি জ্বালইয়া গেলা মনের আগুন,

নেভাইয়া গেলা না।

তুমি জ্বালইয়া গেলা মনের আগুন,

নেভাইয়া গেলা না।

কোমরেতে রুপার বিছা,কানে সােনার দুল,

কোন ছেলে হবেনা পাগল, দেখলে এমন ফুল,

কোমরেতে রুপার বিছা,কানে সােনার দুল,

কোন ছেলে হবেনা পাগল দেখলে এমন ফুল।

রাঙ্গা ঠোটের মিস্টি

হাসি এতােই ভালাে লাগে,

কে না বলাে পাগল হবে তােমায় দেখে।

তুমি জ্বালইয়া গেলা মনের আগুন,

নেভাইয়া গেলা না।

তুমি জ্বালইয়া গেলা মনের আগুন,

নেভাইয়া গেলা না।

চিকন চাকন মানজা দোলে গানের তালে তালে,

হায় হায় গানের তালে তালে,

হাসি দিলে টোল পড়ে, তােমার দুটি গালে,

চুপি চুপি ডাকো তুমি কাছে আসনা,

আসলে তুমি আমায় ভালােবাস না।

তুমি জ্বালইয়া গেলা মনের আগুন,

নেভাইয়া গেলা না।

তুমি জ্বালইয়া গেলা মনের আগুন,

নেভাইয়া গেলা না।

เพิ่มเติมจาก Hasan

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ