menu-iconlogo
huatong
huatong
avatar

Ondhokar Ghore

Hasan S. Iqbalhuatong
manemannsawdhuatong
เนื้อเพลง
บันทึก
অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিঁড়ে

কেটে যায় আমার সময়

তুমি গেছ চলে, যাওনি বিস্মৃতির অতলে

যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়

রেখেছিলাম তোমায় আমার হৃদয়-গভীরে

তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে

আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে

রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা

একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালি আলো

তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দু'হাতে আঁকড়ে ধরে

কিছু পুরোনো গান, কিছু পুরোনো ছবির album

এসবই আমার সাথী হয়ে রয়

কাকডাকা ভোরে যখন সূর্য ঢুকে ঘরে

কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়

আমার এই জগৎ বড়ো আগলে রাখে আমায়

তবু মাঝে মাঝে মনে হয় মৃত্যুই কি শ্রেয় নয়?

আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে

রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা

একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালি আলো

তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দু'হাতে আঁকড়ে ধরে

আমার সব গান ধুলোয় মিশে যেতে চায়

অস্তিত্বের প্রয়োজনে চাই তোমাকে এখানে

আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে

রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা

একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালি আলো

তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দু'হাতে আঁকড়ে ধরে

เพิ่มเติมจาก Hasan S. Iqbal

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ