menu-iconlogo
huatong
huatong
เนื้อเพลง
บันทึก
কি হবে এই সবই ছেড়ে যদি যাই চলে

তুমি কি সাথী হবে কাউকে কিছু না বলে

মন কেন যে মানে না, কোন দোটানা জানে না

রাত-দিন এ ভাবনায় আনচান হয়ে রয়

এই আমিই কি সেই জন, যার জন্য তুমি অপার

হাত ধরে যার সাথে সাত দরিয়া পারো হতে পার

যখন আমি তোমার চোখের আড়ালে রই

আমার ছবি তোমার মন দেউলে কই

এই রাত-দিন আমার কেটে যায় তোমায় ভেবে

শ্রাবণে প্লাবন মন ভাসায় কখন তোমায় পাবে

আমি শুধু তোমাকে চেয়েছি আমার সকল ভাবনায়

তোমাকে না পেলে জীবনে কিছু নাই

রাত-দিন এ ভাবনায় আনচান হয়ে রই

এই আমিই কি সেই জন, যার জন্যে তুমি অপার

হাত ধরে যার সাথে সাত দরিয়া পারো হতে পার

যখন আমি তোমার চোখের আড়ালে রই

আমার ছবি তোমার মন দেউলে কই

কী হবে এই সবই ছেড়ে যদি যাই চলে

তুমি কি সাথী হবে কাউকে কিছু না বলে

মন কেন যে মানে না, কোন দোটানায় জানে না

রাত-দিন এ ভাবনায় আনচান হয়ে রয়

এই আমিই কি সেই জন, যার জন্য তুমি অপার

হাত ধরে যার সাথে সাত দরিয়া পারো হতে পার

যখন আমি তোমার চোখের আড়ালে রই

আমার ছবি তোমার মন দেউলে কই

เพิ่มเติมจาก Hridoy Khan/Raj Thillaiyampalam

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ