menu-iconlogo
logo

জানি একদিন আমি চলে যাবো

logo
เนื้อเพลง
জানি একদিন আমি চলে যাব হৃদয় খান

জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষট নিয়ে ও ও

জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষট নিয়ে

ফিরবনা কোন দিন এই পৃথিবীতে

কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে

একদিন চলে যাব,,

জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষট নিয়ে ও ও

জানি একদিন, ভুলে যাবে সবাই

আমায়, আমার সৃতি মুছে যাবে ধারায়

ও জানি একদিন এক মুহুরত আরো

মনে পড়বেনা আমার কথা ,,

ফিরবনা কোন দিন এই পৃথিবীতে,,

কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে,

একদিন চলে যাব ,

জানি একদিন আমি চলে যাবো সবই ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে।।

জানি একদিন, দূর থেকে দেখব সবার

এই ভুলে যাওয়া

ও জানি একদিন চোখ থেকে পড়বে শুধু

অস্রু রি ধারা

ফিরবনা কোন দিন এই পৃথিবীতে,

কোন কিছুর বিনিময়, এই পৃথিবীতে

একদিন চলে যাব

জানি একদিন আমি চলে যাবো সবই ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষট নিয়ে

ফিরবনা কোন দিন এই পৃথিবীতে

কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে

একদিন চলে যাব

জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষট নিয়ে ও ও ও

জানি একদিন আমি চলে যাবো โดย Hridoy Khan – เนื้อเพลง & คัฟเวอร์