menu-iconlogo
logo

Obujh Valobasha

logo
เนื้อเพลง
তুমি যদি আমাকে

কাছে এসে ভালবাসো

কি জানি হয় হৃদয়ে...

কি করে তো্মায় বোঝাবো

ভালো আর লাগেনা

এত কেন মায়া

যত কাছে আমি লাগে শুধু সান্তনা

অবুঝ ভালবাসা

জানি এনয় খেলা

তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবোনা

তুমি যদি আমাকে

কাছে এসে ভালবাসো

না জানি কবে সে সময় আসবে

আমাকে ধরে কাঁদবে

ও দুঃখের পেছনে যত সুখ আছে

একদিন রঙ দেখাবে

কত দিন আর এভাবে

বোঝাবো তো্মাকে

সহেনা এ বাধন দোটানা

ভালো আর লাগেনা

এত কেন মায়া

যত কাছে আমি লাগে শুধু সান্তনা

অবুঝ ভালবাসা

জানি এ নয় খেলা

তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবোনা

তুমি যদি আমাকে

কাছে এসে ভালবাসো

আজ আমি বলব যে তো্মাকেই চাই

কখনো যদি না পাই

ও শেষ হয়ে যাবে এ জীবনের সাধ

এ ভেবে লাগে শুধু ভয়

যতদিন এ প্রান আছে

আমি রব যে কাছে

তো্মাকে কথা দিলাম

ভালো আর লাগেনা

এত কেন মায়া

যত কাছে আমি লাগে শুধু সান্তনা

অবুঝ ভালবাসা

জানি এ নয় খেলা

তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবোনা

তুমি যদি আমাকে

Obujh Valobasha โดย Hridoy Khan – เนื้อเพลง & คัฟเวอร์