menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Shei Banglar Gayen

Ibrar Tipu/Salma/Liza/Akash Mahmudhuatong
:-D:-\:-\:-!:-*:-)huatong
เนื้อเพลง
บันทึก
বাংলা গানের পিরিতে

শাহ করিম দিনে রাতে

রাধারমন পাগলা কানাই

গা-ন ধরিলেন

বাংলা গানের পিরিতি

শাহ করিম দিনে রাতে

রাধারমন পাগলা কানাই

গা-ন ধরিলেন

একতারার সুরে লালন

দোতারার টানে হাসান

যে সুরেরই টানে বাউল

গৃহ ছারিলেন

আমি বাংলার গায়েন

আমি সেই বাংলার গায়েন

আমি বাংলার গায়েন

আমি সেই বাংলার গায়েন

বাংলা গানের পিরিতে

শাহ করিম দিনে রাতে

রাধারমন পাগলা কানাই

গান ধরিলেন

একতারার সুরে লালন

দোতারার টানে হাসান

যে সুরেরই টানে

বাউল গৃহ ছারিলেন

আমি বাংলার গায়েন

আমি সেই বাংলার গায়েন

আমি বাংলার গায়েন

আমি সেই বাংলার গায়েন

কি যাদু বাংলার সুরে

সেই সুর ছড়িয়ে দেব

পৃথিবী জুড়ে

বাজে ঢোল বাজে বাঁশি রে

জারি সারি ভাটিয়ালি

কি যে মধুরে

হো-হো-ও -ও -ও--------

মাটির এই ঘ্রাণ ছড়ানো

আমার বাংলাদেশ

ওহো ও-হ হো হো--------

মাটির এই গ্রান ছড়ানো

বলেরে এই পরানো

কত জ্ঞানী গুণী

এই সুরেতে ডুবিলেন

আমি বাংলার গায়েন

আমি সেই বাংলার গায়েন

আমি বাংলার গায়েন

আমি সেই বাংলার গায়েন

চলো গাই গলা ছেড়ে

প্রাণটা খুঁজে পাবে

হাজার গানেরি ও ভিড়ে

শুকনো আছে শিকড়ে

গানের সুরে উড়ে

উড়ে যাবে শিকড়ে

ওহো ও-হ হো হো-------

পুরাবে মনের আশায়

গানের আসরে

হো-হ-ও,ও,ও ও

পুরাবে মনের আশা!

বাড়বে ভালোবাসা

যেই ভালোবাসাই

কত সাধক মজিলেন

আমি বাংলার গায়েন

আমি সেই বাংলার গায়েন

আমি বাংলার গায়েন

আমি সেই বাংলার গায়েন

বাংলা গানের পিরিতে

শাহ করিম দিনে রাতে

রাধারমন পাগলা কানাই

গা-ন ধরিলেন

একতারার সুরে লালন

দোতারার টানে হাসান

যে সুরেরই টানে

বাউল গৃহ ছারিলেন

আমি বাংলার গায়েন

আমি সেই বাংলার গায়েন

আমি বাংলার গায়েন

আমি সেই বাংলার গায়েন

আমি বাংলার গায়েন

আমি সেই বাংলার গায়েন

আমি বাংলার গায়েন

আমি সেই বাংলার গায়েন

เพิ่มเติมจาก Ibrar Tipu/Salma/Liza/Akash Mahmud

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ