menu-iconlogo
logo

KENO JAMINI NA JETE JAGALE NA

logo
เนื้อเพลง
কেন যামিনী না যেতে জাগালে না,

বেলা হল মরি লাজে।

কেন যামিনী না যেতে জাগালে না,

শরমে জড়িত চরণে কেমনে

চলিব পথেরি মাঝে।

কেন যামিনী না যেতে জাগালে না,

বেলা হল মরি লাজে।

কেন যামিনী না যেতে জাগলে না।

আলোকপরশে মরমে মরিয়া

হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,

কোনোমতে আছে পরান ধরিয়া

কামিনী শিথিল সাজে॥

কেন যামিনী না যেতে জাগালে না

বেলা হল মরি লাজে।

কেন যামিনী না যেতে জাগালে না।

নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ

উষার বাতাস লাগি,

রজনীর শশী গগনের কোণে

লুকায় শরণ মাগি।

পাখি ডাকি বলে 'গেল বিভাবরী',

বধূ চলে জলে লইয়া গাগরি।

আমি এ আকুল কবরী আবরি

কেমনে যাইব কাজে।

কেন যামিনী না যেতে জাগালে না

বেলা হল মরি লাজে।

কেন যামিনী না যেতে জাগালে না,

শরমে জড়িত চরণে কেমনে

চলিব পথেরই মাঝে

কেনো যামিনী না যেতে জাগলে না

বেলা হলো মরি লাজে

কেনো যামিনী না যেতে জাগলে না...

KENO JAMINI NA JETE JAGALE NA โดย Iman Chakraborty – เนื้อเพลง & คัฟเวอร์