menu-iconlogo
huatong
huatong
avatar

ও হে শ্যাম O Hey Shyam

Imran/Konahuatong
TAPOS-Majumder🅰♏🅱🇧🇩huatong
เนื้อเพลง
บันทึก
Tapos Majumder

ও হে শ্যাম

তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো।

ও হে শ্যাম

তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো।

M..বাগিচার ফুল তুমি

দুলিয়ায় নাচি আমি

মালা গেঁথে গলায় পড়িবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

F..ও হে শ্যাম…!

Tapos Majumder

M..বুকের মাঝে লুকাইয়া

রাখে মুক্তা ঝিনুক

এই বুকে লুকানো তুমি

জগতের লোক জানুক।

?_?_?_?_?_?_?

F.হো… বুকের মাঝে লুকাইয়া

রাখে মুক্তা ঝিনুক

এই বুকে লুকানো তুমি

জগতের লোক জানুক।

M..আকাশেরও চাঁদ তুমি

ধরিয়া আইনাছি আমি।

সারা অঙ্গেতে মাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো।

F.ও হে শ্যাম

তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো।

ও হে শ্যাম…!

Tapos Majumder

F..সুভাসও মিশিয়া থাকে

পাঁপড়ির ভাজে ভাজে

তেমন তুমি আছো মিশে

আমার দেহের মাঝে।

M..ও.সুভাসও মিশিয়া থাকে

পাঁপড়ির ভাজে ভাজে

তেমন তুমি আছো মিশে

আমার দেহের মাঝে।

F.সাত রাজার ধন তুমি

খুঁজিয়া পাইয়াছি আমি

মনের মনি কোঠায় রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো।

m..ও হে শ্যাম

তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো।

F.ও হে শ্যাম…

তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

ও হে শ্যাম

Tapos Majumder

เพิ่มเติมจาก Imran/Kona

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ