মিউজিকটা কপি করবেন না
এলো মেলো ইচ্ছে যত,
ভালোবেসেছি তারিই মত।
ডুবে আছি আজো তোরি প্রেমে,
জীবন সপে পেয়েছি তোরি নামে।
একিই সাথে পথও চলা,
কত কথা ছিলো বলা।
সবই যেনো আজ শুধু সৃতি হলো,
যানিনা একন রাত এলো
জলছে হৃদয় উড়ছে সময়
তুই কেনো থাকিস কেন বল তবু দুরে,
সবই ভুলে আয়না চলে
বাঁধবো প্রেমিরী বাহুডোরে
এলো মেলো ইচ্ছে যত,
ভালোবেসেছি তারাই মত।
ডুবে আছি আজো তোরি প্রেমে,
জীবন সপে পেয়েছি তোরি নামে
Music
একা একা বেচে থাকা,
তোকে ছাড়া চলেনা জীবন।
লাগে জেনো সবই ফাকা,
বুকের ভিতর একি দহন।
চেনা চেনা একি পথে,
তোরি আশায় এখনো বসে।
পাশাপাশি হাটবো সাথে,
আবারো খুব ভালোবেসে,
জলসে হৃদয় উড়ঠে সময়
তুই থাকিস কেন বল তবু দুরে
সবই ভুলে আয়না চলে
বাধবো প্রেমেরী বাহুডোরে
এলো মেলো ইচ্ছে যতো
ভালোবেসেছি তারি মতো
ডুবে আছি আজো তোরি প্রেমে
জীবন সুপে পেয়েছি তোরি নামে
Music
কপি করা থেকে বিরত থাকি
সুন্দর স্মুল পরিবেশ গড়ি
মনে মনে খুজে ফিরি
ভালোবাসি তোকে যে ভিশন
কত বাধা দিলে পাড়ি
বলনা হবো তোরি আপন
যতো ভাবি ভুলে যাব
তত বেসি যোনে পড়ে মনে
ভালো কেমন বাসি আমি
শুধু আমার এই প্রাণ যানে
জলসে হৃদয় উড়ছে সময়
তুই কেনো থাকিস বল তবু দুরে
সবই ভুলে আয়না...চলে
বাধবো প্রেমেরী বাহদুরে
এলো মেলে ইচ্ছে যতো
ভালোবেসেছি তারি মতো
ডুবে আছি আজো তোরি প্রেমে
জীবন সুপে পেয়েছি তোরি নামে
ধন্যবাদ