menu-iconlogo
huatong
huatong
avatar

Chokhe Chokhe

Imran Mahmudul/PUJAhuatong
lovedes1huatong
เนื้อเพลง
บันทึก
চলো বসা যাক

দুজনে কোথাও মনেরই ঘর বানিয়ে

কথা বলা যাক

তুমি আমি এতটা ভেবেছি যা নিয়ে

কথা শোনা যাক

মনে মনে আর কী হবে সব লুকিয়ে

শুধু বলা যাক

কোনো ভুল করিনি তোমায় দিয়ে

জানি তুমি ছাড়া নাই সাহারা আর আমার

হ্যাঁ, দিশেহারা হয়ে গেছি তাই আবার

চোখে চোখে রাখবো তোমায়, বলো না

মনে মনে আঁকবো তোমায়, বলো না

কোনোদিনও ছেড়ে যাবে না

চোখে চোখে থাকবো তোমার, যাবো না

মনে মনে থাকবো তোমার, শোনো না

কোনোদিনও ছেড়ে যাবো না

চলো না দেখে আসি যেখানে "ভালোবাসি"

লিখে দিলে মোছে না

সেখানে লিখে আসি, তোমারে ঘিরে বাঁচি

কাউকে মন খোঁজে না

বলো তুমি ছাড়া কে সাহারা আর আমার

হ্যাঁ, দিশেহারা হয়ে খুঁজেছি আবার

চোখে চোখে রাখবো তোমায়, বলো না

মনে মনে আঁকবো তোমায়, বলো না

কোনোদিনও ছেড়ে যাবে না

চোখে চোখে থাকবো তোমার, যাবো না

মনে মনে থাকবো তোমার, শোনো না

কোনোদিনও ছেড়ে যাবো না

দুজনে পাশাপাশি এখনো বসে আছি

যেখানে আকাশ নেভে না

গোধূলি খুঁজে পেলে, তোমাকে ছুঁতে গেলে

ফিরিয়ে জানি দেবে না

আমার কথারা খোঁজে তোমাকে আবার

তুমি সাহারা হয়ে থেকে যাও আমার

চোখে চোখে রাখবো তোমায়, বলো না

মনে মনে আঁকবো তোমায়, বলো না

কোনোদিনও ছেড়ে যাবে না

চোখে চোখে থাকবো তোমার, যাবো না

মনে মনে থাকবো তোমার, শোনো না

কোনোদিনও ছেড়ে যাবো না (যাবো না)

যাবো না (যাবো না)

(যাবো না)

(যাবো না)

เพิ่มเติมจาก Imran Mahmudul/PUJA

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ