menu-iconlogo
huatong
huatong
avatar

বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা

Jaima Noorhuatong
salmangrafixhuatong
เนื้อเพลง
บันทึก
বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ

বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ

আমি যতই এলোমেলো ভুলের অভিধান

বাবা তুমি সময় মত সহজ সমাধান

জীবনের টানাপোড়েন কিছুই না জানি

আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি

বাবার কাছে হইনা কালো আমি কোনদিনই

বাবা ডাকে আদর করে আমায় সোনামণি

বাবার কাছে হইনা কালো আমি কোনদিনই

বাবা ডাকে আদর করে আমায় সোনামণি

আ....আ....আ....আ....

আ....আ....আ....আ

বাবা মানে অনেক চাওয়া

বাবা মানে অনেক পাওয়া

বাবা মানে ছোট্ট শূন্যতা

বাবা মানে অনেক পূর্ণতা

ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে

আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে

চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে

মা বলে ডাকবে বল সারা জীবন ধরে

বেলা শেষে তুমি আজও অনেক অভিমানি

কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি

বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা

বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ

বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ..

হুম..........আ....

เพิ่มเติมจาก Jaima Noor

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ

বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা โดย Jaima Noor – เนื้อเพลง & คัฟเวอร์