menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Prithibi Tumi

Jay Seanhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛..huatong
เนื้อเพลง
บันทึก
ছেলেঃ আমার পৃথিবী তুমি...

তোমার পৃথিবী আমি..

মেয়েঃ আমার পৃথিবী তুমি...

তোমার পৃথিবী আমি..

ছেলেঃ দুটি ফুলের তোড়া যেমন..

মেয়েঃ তোমার আমার জোড়া তেমন..

ছেলেঃ তুমি হৃদয় আমি কাঁপন..

মেয়েঃ তুমি আঁখি আমি স্বপন..

ছেলেঃ ও.. সাথী...আমার....

মেয়েঃ আমি সাথী... তোমার....

ছেলেঃ এই বুক চিরে তুমি দেখো একবার..

অন্তরে তুমি ছাড়া নেই কেউ আর..

মেয়েঃ তোমারি প্রেমের তরে এই জগতে..

জন্ম নেব ওগো আমি শতবার..

ছেলেঃ দুটি ফুলের তোড়া যেমন..

মেয়েঃ তোমার আমার জোড়া তেমন..

ছেলেঃ তুমি হৃদয় আমি কাঁপন..

মেয়েঃ তুমি আঁখি আমি স্বপন..

ছেলেঃ ও.. সাথী...আমার....

মেয়েঃ আমি সাথী... তোমার....

ছেলেঃ মন চায় তোমাকে লুকিয়ে রাখি..

যেভাবে লুকিয়ে থাকে প্রানের পাখি..

মেয়েঃ প্রান পাখি কখনো যায় উড়ে যায়..

এই মন তোমাকে দেবেনা ফাঁকি..

ছেলেঃ দুটি ফুলের তোড়া যেমন..

মেয়েঃ তোমার আমার জোড়া তেমন..

ছেলেঃ তুমি হৃদয় আমি কাঁপন..

মেয়েঃ তুমি আঁখি আমি স্বপন..

ছেলেঃ ও.. সাথী...আমার....

মেয়েঃ আমি সাথী... তোমার....

ছেলেঃ আমার পৃথিবী তুমি...

তোমার পৃথিবী আমি..

মেয়েঃ আমার পৃথিবী তুমি...

তোমার পৃথিবী আমি...

ছেলেঃ দুটি ফুলের তোড়া যেমন..

মেয়েঃ তোমার আমার জোড়া তেমন..

ছেলেঃ‌ তুমি হৃদয় আমি কাঁপন..

মেয়েঃ তুমি আঁখি আমি স্বপন..

ছেলেঃ ও.. সাথী...আমার....

মেয়েঃ আমি সাথী..তোমার...

เพิ่มเติมจาก Jay Sean

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ