menu-iconlogo
huatong
huatong
avatar

Aj amay Shopno Dekhabi ay

Jeet Gangulyhuatong
เนื้อเพลง
บันทึก
ছেলেঃ আজ আমায় স্বপ্ন দেখাবি আয়

এক নতুন গল্প শোনাবি আয়

আজ আমায় স্বপ্ন দেখাবি আয়

এক নতুন গল্প শোনাবি আয়

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়

মেয়েঃ আজ আমায় স্বপ্ন দেখাবি আয়...

এক নতুন গল্প শোনাবি আয়..

তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়.....

ছেলেঃ দুজনের একা হওয়া

আমাদের দেখা হওয়া

যেন লিখে রাখা ছিল তাই...

মেয়েঃ দুটো পাখি একই ডালে

হাওয়াদের তালে তালে

পাশাপাশি উড়ে চলে যায়....

ছেলেঃ হো...কত হাসি, কত কথা বাড়ে মনে মনে

মেয়েঃ তোরই নাম, তোরই ছবি একেছি গোপনে

ছেলেঃ আজ কেমন শুন্য তোকে ছাড়া

ইচ্ছেরা দিচ্ছে সে ইশারা

মেয়েঃ তুই মিশে যা আমার কল্পনায়

তুই মিলে যা আমার গল্পটায়...

ছেলেঃ আমি তোর ছায়া হবো কিছুটা বেহায়া হবো

চেয়ে নেব চেনা আবদার.......

মেয়েঃ ঘুমের ভিতরে তোকে ঘুরাবো নরম নদী

ঢেকে দেব মেঘেতে আবার

ছেলেঃ হুম...কত হাসি, কত কথা বাড়ে মনে মনে

মেয়েঃ তোরই নাম, তোরই ছবি এঁকেছি গোপনে

ছেলেঃ আজ আমায় স্বপ্ন দেখাবি আয়

মেয়েঃ এক নতুন গল্প শোনাবি আয়...

ছেলেঃ তুই মিশে যা আমার কল্পনায়

মেয়েঃ তুই মিলে যা আমার গল্পটায়

ধন্যবাদ

เพิ่มเติมจาก Jeet Ganguly

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ