menu-iconlogo
logo

Prithibir Joto Sukh ami tomari

logo
เนื้อเพลง
পৃথিবীর...যত সুখ

আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি

মনে হয়...তোমাকে

আমি জনম জনম ধরে চেয়েছি

পৃথিবীর...যত সুখ

আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি

মনে হয়...তোমাকে

আমি জনম জনম ধরে চেয়েছি

sathemim90643

শুধু যে তোমারই সাথী হতে

আমি তো এসেছি এ জগতে

এ জগতে চোখ মেলে চাইবার

তুমি ছাড়া আজ কিছু নাই আর

তোমারই কাছে আমি রয়েছি

ও জীবনে মরনে সাথী হয়েছি

মনে হয়...তোমাকে

আমি জনম জনম ধরে চেয়েছি

পৃথিবীর...যত সুখ

আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি

জেনেছি তো এ জীবনে আমি

তুমি এই প্রাণের চেয়ে দামি

জীবনে তো ফুরাবে না আসা

মরণেও রবে ভালোবাসা

জীবনে মরনে সাথী হয়েছি

ও তোমারই কাছে, আমি রয়েছি

মনে হয়...তোমাকে

আমি জনম জনম ধরে চেয়েছি

পৃথিবীর...যত সুখ

আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি

লা লা লা....লা লা লা

লা লা লা লা লা লা

হে হে হে....আ হা হা

আহা হা হা হা হা হা

লা লা লা....লা লা লা

লা লা লা লা লা লা লা

Prithibir Joto Sukh ami tomari โดย Jeet Gannguli – เนื้อเพลง & คัฟเวอร์