menu-iconlogo
huatong
huatong
joler-gaan-jhora-patar-gaan-cover-image

Jhora Patar Gaan

Joler Gaanhuatong
liukeyunhuatong
เนื้อเพลง
บันทึก
ও ঝরা পাতা, ও ঝরা পাতাগো

তোমার সাথে আমার রাত পোহানো কথাগো

তোমার সাথে আমার দিন কাটানো কথা

ও ঝরা পাতা, ও ঝরা পাতাগো

তোমার সাথে আমার রাত পোহানো কথাগো

তোমার সাথে আমার দিন কাটানো কথা

হলুদ পাতার বুকে দিলো সবুজ পাতা চুম্

হলুদ পাতার বুকে দিলো সবুজ পাতা চুম্

আর... শুকনো পাতা নূপুর পায়ে

রুমঝুম, রুমঝুম, রুমঝুম

ও ঝরা পাতা, ও ঝরা পাতাগো

তোমার সাথে আমার রাত পোহানো কথাগো

তোমার সাথে আমার দিন কাটানো কথা

ও ঝরা পাতা, ও ঝরা পাতাগো

তোমার সাথে আমার রাত পোহানো কথাগো

তোমার সাথে আমার দিন কাটানো কথা

একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোঁবে

একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোঁবে

পাখির সাথে মেললো ডানা

সূর্য উঠলো পূবে

আগুনরাঙা সূর্যটার কুসুমরঙা আলোয়

আগুনরাঙা সূর্যটার কুসুমরঙা আলোয়

পাখিটারে পাতার আজকে লাগলো ভীষণ ভালো

ও ঝরা পাতাগো

তোমার সাথে আমার রাত পোহানো কথা

পাতায় পাতায় কাব্য গাঁথা

পাতায় লেখা গান

শিরায় শিরায় স্বপ্ন আমার, ভীষণ অভিমান

পাতায় পাতায় কাব্য গাঁথা

পাতায় লেখা গান

শিরায় শিরায় স্বপ্ন আমার, ভীষণ অভিমান

কোন ছোবলে স্বপ্ন আমার হলো সাদাকালো

আমার বসত অন্ধকারে

তোরা থাকিস ভালো

ও ঝরা পাতা, ও ঝরা পাতাগো

তোমার সাথে আমার রাত পোহানো কথাগো

তোমার সাথে আমার দিন কাটানো কথাগো

তোমার সাথে আমার রাত পোহানো কথাগো

ও ঝরা পাতাগো, ও ঝরা পাতাগো

ও ঝরা পাতা, ও ঝরা পাতাগো

তোমার সাথে আমার রাত পোহানো কথাগো

তোমার সাথে আমার দিন কাটানো কথা

เพิ่มเติมจาก Joler Gaan

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ