menu-iconlogo
huatong
huatong
joy-bhattacharjee-haat-bariye-jake-cover-image

Haat Bariye Jake

Joy Bhattacharjeehuatong
mrryfrgsnhuatong
เนื้อเพลง
บันทึก
হাত বাড়িয়ে যাকে এ মনের স্বপ্নকে

সেদিনও দেখাতো মন

যার কথা সেইদিনও আলতো রোদের মতো

ভাসাতো যখন তখন

আজ তবে কোন ঝড়ে সময়ের বন্দরে

এ বুকে ব্যথার শ্রাবণ

হাত বাড়িয়ে যাকে এ মনের স্বপ্নকে

সেদিনও দেখাতো মন

আজ তবে কোন ঝড়ে সময়ের বন্দরে

এ বুকে ব্যথার শ্রাবণ

নিয়ে গেল আমার চেনা হাসি

একা হলো এ হৃদয়

কেউ থাকে না চিরদিন

এভাবে কি যেতে হয়

নিয়ে গেল আমার চেনা হাসি

একা হলো এ হৃদয়

কেউ থাকে না চিরদিন

এভাবে কি যেতে হয়

কোনো কথা ছিল না তবু কেন

ঘিরে ধরে এত ভয়

কান্না করে হাহাকার

তবে কী কেউ কারো নয়

কোনো কথা ছিল না তবু কেন

ঘিরে ধরে এত ভয়

কান্না করে হাহাকার

তবে কী কেউ কারো নয়

হাত বাড়িয়ে যাকে এ মনের স্বপ্নেকে

সেদিনও দেখাতো মন

যার কথা সেইদিনও আলতো রোদের মতো

ভাসাতো যখন তখন

আজ তবে কোন ঝড়ে সময়ের বন্দরে

এ বুকে ব্যথার শ্রাবণ

হাত বাড়িয়ে যাকে এ মনের স্বপ্নকে

সেদিনও দেখাতো মন

আজ তবে কোন ঝড়ে সময়ের বন্দরে

এ বুকে ব্যথার শ্রাবণ

เพิ่มเติมจาก Joy Bhattacharjee

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ