আ... হুম...
মাগো আমার মা
আমি তোমারি খোকা
তুমি আমার জননী ভগবান তুমি মা
মায়ের আঁচল মায়ের স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
মায়ের আঁচল মায়ের স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
তোমার চরনে আমার জীবন
মাগো আমার মা
আমি তোমারি খোকা
তুমি আমার জননী ভগবান তুমি মা
খোকার ঘুমে পাড়া জুড়ালো
বর্গী আসে না
মা যে তাকে আগলে রাখে
বুকের মাঝে তার
মায়ের গল্প মায়ের ছোঁয়া
চাঁদ মামা টি দিয়ে যা
স্বর্গাদপি গরিয়সী মা
মাগো আমার মা
আমি তোমারি খোকা
তুমি আমার জননী ভগবান তুমি মা
বুলবুলিতে ধান খেয়ে যায়
মায়ের খাবার জোটে না
হাসি মুখে তবু মা বলে
খা খোকা খা
পৃথিবী বদলে গেলেও
সব রং পাল্টে গেলেও
একি থাকে মায়ের মমতা
মাগো আমার মা
আমি তোমারি খোকা
তুমি আমার জননী ভগবান তুমি মা
মায়ের আঁচল মায়ের স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
মায়ের আঁচল মায়ের স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
তোমার চরনে আমার জীবন
ও মাগো আমার মা
আমি তোমারি খোকা
তুমি আমার জননী ভগবান তুমি মা