menu-iconlogo
logo

Hoyto

logo
เนื้อเพลง
হয়তো আমি তোমার সবচে′ কাছের মানুষ নই

তবুও জীবন দূরে দূরে থাকতে দিলো কই?

হয়তো তোমায় সবচেয়ে বেশি ভালোবাসি না

তবুও আজ তোমায় ছাড়া থাকতে পারি না

এই যে হঠাৎ জীবনজুড়ে বাঁক বদলের সুর

চলো দুজন এবার খুঁজি স্বপ্ন-সমুদ্দুর

হয়তো আমি তোমার সবচে' কাছের মানুষ নই

তবুও জীবন দূরে দূরে থাকতে দিলো কই?

হবার যা কথা ছিল, হয়নি কিছু তা

এটাই তো জীবনের খেরো খাতা

হঠাৎ আমার পথে তোমার ছায়া

হয়তো সেটাই আমার প্রিয় মায়া

এই যে হঠাৎ জীবনজুড়ে বাঁক বদলের সুর

চলো দুজন এবার খুঁজি স্বপ্ন-সমুদ্দুর

হয়তো আমি তোমার সবচে′ কাছের মানুষ নই

তবুও জীবন দূরে দূরে থাকতে দিলো কই?

হয়তো তোমায় সবচেয়ে বেশি ভালোবাসি না

তবুও আজ তোমায় ছাড়া থাকতে পারি না

এই যে হঠাৎ জীবনজুড়ে বাঁক বদলের সুর

চলো দুজন এবার খুঁজি স্বপ্ন-সমুদ্দুর

হয়তো আমি তোমার সবচে' কাছের মানুষ নই

তবুও জীবন দূরে দূরে থাকতে দিলো কই?

হয়তো তোমায় সবচেয়ে বেশি ভালোবাসি না

তবুও আজ তোমায় ছাড়া থাকতে পারি না

Hoyto โดย Joy Shahriar – เนื้อเพลง & คัฟเวอร์