menu-iconlogo
logo

Sholo Anai Michhe

logo
เนื้อเพลง
প্রাণ হারালেই এই দেহটা মাটির ঘরে যাবে

এত সুন্দর পৃথিবী আর কোথায় খুঁজে পাবে

অন্ধ মোহে ছুটে কী লাভ পাগলা ঘোড়ার মতো?

বয়স গুনে বুঝে নিয়ো সময় বাকি কত, আহা রে

কী সুন্দর আকাশ, জমিন তারই নিচে

দম ফুরালেই এই জীবনের ষোলো আনাই মিছে

কী সুন্দর আকাশ, জমিন তারই নিচে

দম ফুরালেই এই জীবনের ষোলো আনাই মিছে

লাভের খাতায় লোভের হিসেব, বাড়তে থাকে চাওয়া

হলো না তাই মন-দরিয়ায় সুখেরই নাও বাওয়া

লাভের খাতায় লোভের হিসেব, বাড়তে থাকে চাওয়া

হলো না তাই মন-দরিয়ায় সুখেরই নাও বাওয়া

অন্ধ মোহে ছুটে কী লাভ পাগলা ঘোড়ার মতো?

বয়স গুনে বুঝে নিয়ো সময় বাকি কত, আহা রে

কী সুন্দর আকাশ, জমিন তারই নিচে

দম ফুরালেই এই জীবনের ষোলো আনাই মিছে

কী সুন্দর আকাশ, জমিন তারই নিচে

দম ফুরালেই এই জীবনের ষোলো আনাই মিছে

সহজ-সরল জীবন ফেলে ধরলে জীবন পাপের

সঙ্গী হবে শুধুই কাফন অচল দেহের মাপে

সহজ-সরল জীবন ফেলে ধরলে জীবন পাপের

সঙ্গী হবে শুধুই কাফন অচল দেহের মাপে

অন্ধ মোহে ছুটে কী লাভ পাগলা ঘোড়ার মতো?

বয়স গুনে বুঝে নিয়ো সময় বাকি কত, আহা রে

কী সুন্দর আকাশ, জমিন তারই নিচে

দম ফুরালেই এই জীবনের ষোলো আনাই মিছে

কী সুন্দর আকাশ, জমিন তারই নিচে

দম ফুরালেই এই জীবনের ষোলো আনাই মিছে

Sholo Anai Michhe โดย Joy Shahriar – เนื้อเพลง & คัฟเวอร์