menu-iconlogo
huatong
huatong
joy-shahriar-tomake-niye-cover-image

Tomake Niye

Joy Shahriarhuatong
nikilicious25huatong
เนื้อเพลง
บันทึก
তোমাকে নিয়ে ওই আকাশটা ছোঁবো বলে হেঁটেছি এতটা পথ

এখন যদি তুমি বুঝেও না বোঝো, তবে তো মহা বিপদ

তোমাকে নিয়ে ওই আকাশটা ছোঁবো বলে হেঁটেছি এতটা পথ

এখন যদি তুমি বুঝেও না বোঝো, তবে তো মহা বিপদ

তোমাকে নিয়ে ওই পাহাড়চূড়া পেরিয়ে যাবো যে বহুদূর

তোমাকে নিয়ে আমি জেনো এক নিমিষেই পাড়ি দেবো সমুদ্দুর

তোমাকে নিয়ে ওই পাহাড়চূড়া পেরিয়ে যাবো যে বহুদূর

তোমাকে নিয়ে আমি জেনো এক নিমিষেই পাড়ি দেবো সমুদ্দুর

তোমাকে নিয়ে ওই আকাশটা ছোঁবো বলে হেঁটেছি এতটা পথ

এখন যদি তুমি বুঝেও না বোঝো, তবে তো মহা বিপদ

এসে দেখো না আমার কাছে অনেক স্বপ্ন জমা আছে

তোমাকে নিয়ে দিগন্ত পেরিয়ে যাবো অজানাতে

এসে দেখো না আমার কাছে অনেক স্বপ্ন জমা আছে

তোমাকে নিয়ে দিগন্ত পেরিয়ে যাবো অজানাতে

তোমাকে নিয়ে ওই আকাশটা ছোঁবো বলে হেঁটেছি এতটা পথ

এখন যদি তুমি বুঝেও না বোঝো, তবে তো মহা বিপদ

লাগবে না তো পদ্ম নীল, আমার আছে উড়ো গাংচিল

তোমাকে নিয়ে কবিতা পেরিয়ে খুঁজে নেবো অন্ত্যমিল

লাগবে না তো পদ্ম নীল, আমার আছে উড়ো গাংচিল

তোমাকে নিয়ে কবিতা পেরিয়ে খুঁজে নেবো অন্ত্যমিল

তোমাকে নিয়ে ওই আকাশটা ছোঁবো বলে হেঁটেছি এতটা পথ

এখন যদি তুমি বুঝেও না বোঝো, তবে তো মহা বিপদ

তোমাকে নিয়ে ওই পাহাড়চূড়া পেরিয়ে যাবো যে বহুদূর

তোমাকে নিয়ে আমি জেনো এক নিমিষেই পাড়ি দেবো সমুদ্দুর

তোমাকে নিয়ে ওই আকাশটা ছোঁবো বলে হেঁটেছি এতটা পথ

এখন যদি তুমি বুঝেও না বোঝো, তবে তো মহা বিপদ

เพิ่มเติมจาก Joy Shahriar

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ