menu-iconlogo
logo

Ogo Maa Tumi Shudhu Maa

logo
เนื้อเพลง
==Bangla Karaoke by(ALI)==>

==1==2==3==>

ওগো মা তুমি শুধু মা

পৃথিবীতে নেই তুলনা

ওগো মা তুমি শুধু মা

পৃথিবীতে নেই তুলনা

জনমো জনম ধরে মাগো

তোমায় ভালোবেসে যাবো

তোমার ভালোবাসা পাবো

তোমায় ভালোবেসে যাবো

তোমার ভালোবাসা পাবো

ওগো মা তুমি শুধু মা

পৃথিবীতে নেই তুলনা

জনমো জনম ধরে মাগো

তোমায় ভালোবেসে যাবো

তোমার ভালোবাসা পাবো

তোমায় ভালোবেসে যাবো

তোমার ভালোবাসা পাবো

ওগো মা তুমি শুধু মা

পৃথিবীতে নেই তুলনা

==Order for any Karaoke==>

==1==2==3==>

তুমি ব্যথা পেলে

মোরা বড় ব্যথা পাই

তুমি সুখে থাকো

শুধু এই টুকু চাই

বুক চিরে যদি দেখাতে পারিতাম

এ বুকে লেখা আছে আমারি মায়ের নাম

এ বুকে লেখা আছে আমারি মায়ের নাম

ওগো মা তুমি শুধু মা

পৃথিবীতে নেই তুলনা

জনমো জনম ধরে মাগো

তোমায় ভালোবেসে যাবো

তোমার ভালোবাসা পাবো

তোমায় ভালোবেসে যাবো

তোমার ভালোবাসা পাবো

ওগো মা তুমি শুধু মা

পৃথিবীতে নেই তুলনা

==Order for any Karaoke==>

==(008801723574267)==>

==1==2==3==>

মাগো তোমার ঝীণ

কভু শোধ হবে না

তুমি হারিয়ে গেলে

মোরা বাঁচবো না

খোদার পরে মায়ের আসন

সকলে তা জানে

রাখবো তোমায় মোরা

মনের সিংহাসনে

রাখবো তোমায় মোরা মনের সিংহাসনে

ওগো মা তুমি শুধু মা

পৃথিবীতে নেই তুলনা

জনমো জনম ধরে মাগো

তোমায় ভালোবেসে যাবো

তোমার ভালোবাসা পাবো

তোমায় ভালোবেসে যাবো

তোমার ভালোবাসা পাবো

ওগো মা তুমি শুধু মা

পৃথিবীতে নেই তুলনা

___ALI___

Ogo Maa Tumi Shudhu Maa โดย kalid hasan milu/Sabina Yasmin – เนื้อเพลง & คัฟเวอร์