menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-ekdike-prithibi-cover-image

Ekdike Prithibi

Kanak Chapahuatong
༺♻️𝐌𝐎𝐙I𝐁♻️༻🌀🆉🅼🅻🌀huatong
เนื้อเพลง
บันทึก
মেয়েঃ একদিকে পৃথিবী

একদিকে তুমি যদি থাকো

আমি তোমারি বুকে রবো

আর কোনো খানে জাবো নাকো

ছেলেঃ একদিকে পৃথিবী

একদিকে তুমি যদি থাকো

আমি তোমারি বুকে রবো

আর কোনো খানে জাবো নাকো

মেয়েঃ লালা লা লালা লালা লা লা

লালা লা লালা লালা লা লা

মেয়েঃ‌ যেখানে তুমি রবে

সেখানে আমি হবো ছায়া

আমারি জীবন তুমি

করিনা প্রানের কোনো মায়া

ছেলেঃ যেখানে তুমি রবে

সেখানে আমি হবো ছায়া

আমারি জীবন তুমি

করিনা প্রানের কোনো মায়া

মেয়েঃ আমি মরনো মেনে নিবো

প্রেমেরি বাজি যদি রাখো

ছেলেঃ একদিকে পৃথিবী

একদিকে তুমি যদি থাকো

আমি তোমারি বুকে রবো

আর কোনো খানে জাবো নাকো

মেয়েঃ আমাকে যে দিন তুমি

বন্ধু ওগো ভূলে যাবে

ওপারে গিয়েছি চলে

হাওয়াতে খবর তুমি পাবে

ছেলেঃ আমাকে যে দিন তুমি

বন্ধু ওগো ভূলে যাবে

ওপারে গিয়েছি চলে

হাওয়াতে খবর তুমি পাবে

মেয়েঃ তুমি সয়নে স্বপনে জেনো

আমারি নাম ধরে ডাকো

ছেলেঃ একদিকে পৃথিবী

একদিকে তুমি যদি থাকো

আমি তোমারি বুকে রবো

আর কোনো খানে জাবো নাকো

মেয়েঃ‌ একদিকে পৃথিবী

একদিকে তুমি যদি থাকো

আমি তোমারি বুকে রবো

আর কোনো খানে জাবো নাকো

লালা লা লালা লালা লা লালা

লালা লা লালা লালা লা লালা

เพิ่มเติมจาก Kanak Chapa

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ