menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-tumi-bolona-cover-image

Tumi Bolona

Kanak Chapahuatong
mymariosmomhuatong
เนื้อเพลง
บันทึก
তুমি বলোনা

কিছু বলোনা, না না না

কোন কথা বলো না,

চেয়ে চেয়ে থাক দু' চোখে...

বুঝে নাও না নাও না আমি কত

ভালোবাসি তোমাকে।

বুঝে নাও না নাও না আমি কত

ভালোবাসি তোমাকে।

আমি বলব না

কিছু বলব না, না না না

কোন কথা বলব না,

চেয়ে চেয়ে রব দু'চোখে...

আমি জানি জানি তুমি কত

ভালোবাস আমাকে

আমি জানি জানি তুমি কত

ভালোবাস আমাকে

ও ও ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও ও ও।

অনেক চাওয়ার পরে

তোমাকে যদি পাই,

মরনের হাত থেকে

যেন আমি বেঁচে যাই ও ও...

অনেক পাওয়ার পরে

তোমাকেই আর ও চাই,

হৃদয়ের মাঝখানে

চিরদিন দিও ঠাঁই

প্রাণ হয়ে আছ এ বুকে

বুঝে নাও না নাও না আমি কত

ভালোবাসি তোমাকে।

আমি জানি জানি তুমি কত

ভালোবাস আমাকে

চাঁদেরই আলো নিয়ে

নয়নে জালো দ্বীপ,

ফাগুনের রঙ দিয়ে

কপালেতে আঁক টিপ ও ও।

প্রেমের ও পরাগ মাখা

তুমি যে মাটির ফুল,

সৌরভে দাও ভরে

জীবনের দুটি কুল

জান হয়ে আছ এ বুকে....

আমি জানি জানি তুমি কত

ভালোবাস আমাকে

আমি জানি জানি তুমি কত

ভালোবাস আমাকে

তুমি বলোনা

কিছু বলোনা না না না,

কোন কথা বলোনা,

চেয়ে চেয়ে থাক দু'চোখে,

আমি জানি জানি তুমি কত

ভালোবাস আমাকে

আমি জানি জানি তুমি কত

ভালোবাস আমাকে

বুঝে নাও না নাও না আমি

เพิ่มเติมจาก Kanak Chapa

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ