menu-iconlogo
huatong
huatong
keshab-dey--cover-image

আমায় কাঁদাস না রে তুই

Keshab Deyhuatong
sonya73_starhuatong
เนื้อเพลง
บันทึก
কত আবেগ দিয়ে ইচ্ছে গুলো

তোর সাথে সাজিয়ে ছিলাম,

তোর বলা সব মিথ্যে গুলো

সত্যি ভেবে এগিয়ে ছিলাম।

কত আবেগ দিয়েই ইচ্ছে গুলো

তোর সাথে সাজিয়ে ছিলাম,

তোর বলা সব মিথ্যে গুলো

সত্যি ভেবে এগিয়ে ছিলাম

তাই বুঝি কি করলি এমন

ব্যথা দিলি শেষে,

তোর মতো কে দারুন করে,

মিথ্যে ভালোবাসে।

তাই বুঝি কি করলি এমন

ব্যথা দিলি শেষে,

তোর মতো কে দারুন করে,

মিথ্যে ভালোবাসে...

আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই

আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই।

হয়তো কোনদিন তুই চাইবি আমাকে

সেদিনও তুই অন্য কারো আমি আকাশে,

তারার মতো জ্বলবো, না হলে জোনাকী

তুবও ওরে তোর মত হায়, দেবো না ফাঁকি।

হয়তো কোনদিন তুই চাইবি আমাকে

সেদিনও তুই অন্য কারো আমি আকাশে,

তারার মতো জ্বলবো, না হলে জোনাকী

তুবও ওরে তোর মত হায়, দেবো না ফাঁকি।

একদিনও কি ভালবাসা ছিল নারে মনে

দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে

আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই,

আমায় কাঁদাস না আর কাঁদাস নারে তুই

তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই।

เพิ่มเติมจาก Keshab Dey

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ