আ হা দাম দিয়ে প্রেম যায় না কেনা
তবুও প্রেম দামি
হা দাম দিয়ে প্রেম যায় না কেনা
তবুও প্রেম দামি
তুমি আমি প্রেমের পাগল...
আহা তুমি আমি প্রেমের পাগল
প্রেম মানে পাগলামি
হা দাম দিয়ে প্রেম যায় না কেনা
তবুও প্রেম দামি
দাম দিয়ে প্রেম যায় না কেনা
তবুও প্রেম দামি
তুমি আমি প্রেমের পাগল...
তুমি আমি প্রেমের পাগল
প্রেম মানে পাগলামি
দাম দিয়ে প্রেম যায় না কেনা
তবুও প্রেম দামি
চোখে চোখে ঠোঁটে ঠোঁটে
প্রেম পিয়াসে গোলাপ ফোটে
দিনে রাতে সারাবেলা
প্রেম হলো এক মধুর খেলা
সেই খেলাতে তোমার বুকে...
ও সেই খেলাতে তোমার বুকে
মরবো সুখে আমি
হা দাম দিয়ে প্রেম যায় না কেনা
তবুও প্রেম দামি
তুমি আমি প্রেমের পাগল
প্রেম মানে পাগলামি
তুমি আছো আমি আছি
প্রেমে মরি প্রেমে বাঁচি
দূরে গেলেও ফিরে আসি
এমনি তোমার প্রেমের ফাঁসি
প্রেম ফাঁসিতে হেসে হেসে...
ও প্রেম ফাঁসিতে হেসে হেসে
প্রান দিব যে আমি
দাম দিয়ে প্রেম যায় না কেনা
তবুও প্রেম দামি
তুমি আমি প্রেমের পাগল...
ও তুমি আমি প্রেমের পাগল
প্রেম মানি পাগলামি
হা দাম দিয়ে প্রেম যায় না কেনা
তবুও প্রেম দামি
দাম দিয়ে প্রেম যায় না কেনা
তবুও প্রেম দামি
তুমি আমি প্রেমের পাগল...
তুমি আমি প্রেমের পাগল
প্রেম মানে পাগলামি
দাম দিয়ে প্রেম যায় না কেনা
তবুও প্রেম দামি
হা তুমি আমি প্রেমের পাগল
প্রেম মানে পাগলামি