menu-iconlogo
logo

Chumki Choleche eka pothe

logo
เนื้อเพลง
চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে

রাগ করো না সুন্দরী গো

রাগলে তোমায় লাগে আরও ভালো

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে

হার মেনেছে, দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

সুন্দরী চলেছে একা পথে

ও টাঙ্গাওয়ালী রাগ কর খালি

চাবুক রেখে আমার হাত ধর সেই ভালো

ও টাঙ্গাওয়ালী রাগ কর খালি

চাবুক রেখে আমার হাত ধর সেই ভালো

একা একা এই পথে চলোনা

আর কারও নজরে পড়োনা

তাহলে যে মরে যাব আমি

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে

হার মেনেছে, দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

সুন্দরী চলেছে একা পথে

মুখেতে গালি

মিঠা মিঠা হেঁয়ালি

যত খুশি গালাগালি কর লাগে ভালো

মুখেতে গালি

মিঠা মিঠা হেঁয়ালি

যত খুশি গালাগালি কর লাগে ভালো

আমাকে পাশে নিয়ে চল না

মিষ্টি করে তুমি বল না

তোমাকে যে আমি ভালবাসি

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে

হার মেনেছে, দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

সুন্দরী চলেছে একা পথে

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে

হার মেনেছে, দিনের আলো

রাগলে তোমায় লাগে আরও ভালো

সুন্দরী চলেছে একা পথে

Chumki Choleche eka pothe โดย Khurshid Alam – เนื้อเพลง & คัฟเวอร์