menu-iconlogo
huatong
huatong
kishore-kumar--cover-image

আশা ছিল ভালোবাসা ছিল

Kishore Kumarhuatong
emmaallenhuatong
เนื้อเพลง
บันทึก
আশা ছিল..ভালোবাসা ছিল

আজ আশা নেই,ভালোবাসা নেই।

আশা ছিল..ভালোবাসা ছিল

আজ আশা নেই,ভালোবাসা নেই।

এই সেই কৃষ্ণচূড়া...

যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত

কথা যেত হারিয়ে....

আজ এখানে আমার আশার সমাধি...

ব্যথা জানাবার ভাষা নেই

আশা নেই,ভালোবাসা নেই।

আশা ছিল..ভালোবাসা ছিল

আজ আশা নেই,ভালোবাসা নেই।

আজ তুমি কতদূরে....

মুছে গেছ মরণে,নেই কাছে তবু আছ

ব্যথা ভরা স্মরণে.....

ফিরে চলে যায়,যে সময় হায় একবার..

তার যাওয়া আছে,আশা নেই

আশা নেই, ভালোবাসা নেই।।

আশা ছিল ভালোবাসা ছিল

আজ আশা নেই,ভালোবাসা নেই।

เพิ่มเติมจาก Kishore Kumar

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ