ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প
ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প
রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন
এই মন তোমারি আশায় স্বপ্নে বিভোর সারাক্ষন
রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন
এই মন তোমারি আশায় স্বপ্নে বিভোর সারাক্ষন
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প
অজানা ছিল দুটি পথ আজকে একি ঠিকানায়
উষ্ণ সুখের বরষায় মগ্ন রব দুজনায়
অজানা ছিল দুটি পথ আজকে একি ঠিকানায়
উষ্ণ সুখের বরষায় মগ্ন রব দুজনায়
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প
ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প