menu-iconlogo
huatong
huatong
kumar-bishwajit-jekhane-simanto-tomar-cover-image

যেখানে সীমান্ত তোমার |Jekhane simanto tomar

Kumar Bishwajithuatong
ronchappy10huatong
เนื้อเพลง
บันทึก
যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

হাজার ফুলে চেয়েছে যে পথ

আমি চিনি চিনি সে ঠিকানা

তোমার মনের নীরব ভাষা

সেতো আমার আছে জানা

হাজার ফুলে ছেয়েছে যে পথ

আমি চিনি চিনি সে ঠিকানা

তোমার মনের নীরব ভাষা

সেতো আমার আছে জানা

আমিতো চাইনা তোমার এ দ্বিধা

ভেঙ্গে দাও কাঁচেরই বাধা

সীমার বাঁধন ছিঁড়ে তুমি

ধরা দাও আমারই কাছে

যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

ঝড়ের দিনে খুলেছে যে পথ

আমি জানি জানি তার বেদনা

নতুন আলোর জোয়ার এলে

আমি চাই তারে দিতে আশা

ঝড়ের দিনে খুলেছে যে পথ

আমি জানি জানি তার বেদনা

নতুন আলোর জোয়ার এলে

আমি চাই তারে দিতে আশা

তুমি কি চাওনা সোনালী দিনে

সোনালী সুখেরই সারা

কাঁটার আঘাত ভুলে তুমি

এসো এই ফুলেরই কাছে

যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

เพิ่มเติมจาก Kumar Bishwajit

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ